Madhyamik History Suggestion 2026

MADHYAMIK MOCK TEST 2026

HISTORY (ITIHAS)

Time: 3 Hr. 15 Min Full Marks: 90
বিভাগ - 'ক'
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : (১ x ২০ = ২০)
  1. ১.১ 'জীবনের ঝরাপাতা' গ্রন্থটি হল একটি — (ক) উপন্যাস (খ) কাব্যগ্রন্থ (গ) জীবনীগ্রন্থ (ঘ) আত্মজীবনী
  2. ১.২ 'দাদাসাহেব ফালকে' যুক্ত ছিলেন — (ক) চলচ্চিত্রের সঙ্গে (খ) ক্রীড়াজগতের সঙ্গে (গ) স্থানীয় ইতিহাসের সঙ্গে (ঘ) পরিবেশের সঙ্গে
  3. ১.৩ 'গ্রামবার্তা প্রকাশিকা' প্রকাশিত হতো — (ক) রানাঘাট থেকে (খ) কুষ্টিয়া থেকে (গ) যশোর থেকে (ঘ) কলকাতা থেকে
  4. ১.৪ কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় — (ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৬ খ্রিস্টাব্দে (গ) ১৮৩৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
  5. ১.৫ 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন? (ক) জেমস লং (খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (ঘ) কালীপ্রসন্ন সিংহ
  6. ১.৬ সুই মুণ্ডা নেতৃত্ব দিয়েছিলেন — (ক) কোল বিদ্রোহে (খ) সাঁওতাল বিদ্রোহে (গ) মুণ্ডা বিদ্রোহে (ঘ) চুয়াড় বিদ্রোহে
  7. ১.৭ ১৮৫৭-এর মহাবিদ্রোহকে 'ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলেছিলেন — (ক) রমেশচন্দ্র মজুমদার (খ) সুরেন্দ্রনাথ সেন (গ) বিনায়ক দামোদর সাভারকর (ঘ) জওহরলাল নেহেরু
  8. ১.৮ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল — (ক) ভারত সভা (খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা (গ) ল্যান্ডহোল্ডার্স সোসাইটি (ঘ) জাতীয় কংগ্রেস
  9. ১.৯ 'বর্তমান ভারত' রচনা করেন — (ক) স্বামী বিবেকানন্দ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) অরবিন্দ ঘোষ
  10. ১.১০ বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল — (ক) ১৮৪৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৫০ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে
  11. ১.১১ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন — (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
  12. ১.১২ একা আন্দোলনের নেতা ছিলেন — (ক) বাবা রামচন্দ্র (খ) মাদারি পাসি (গ) আল্লুরি সীতারাম রাজু (ঘ) স্বামী বিদ্যানন্দ
  13. ১.১৩ লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? (ক) মুজাফফর আহমেদ (খ) এস এ ডাঙ্গে (গ) কাজী নজরুল ইসলাম (ঘ) মানবেন্দ্রনাথ রায়
  14. ১.১৪ দিপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন — (ক) কল্পনা দত্ত (খ) লীলা নাগ (রায়) (গ) বীণা দাস (ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার
  15. ১.১৫ ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল — (ক) মালাবারে (খ) মাদ্রাজে (গ) মহারাষ্ট্রে (ঘ) গোদাবরী উপত্যকায়
  16. ১.১৬ ভারতের লৌহমানব বলা হয় — (ক) মহাত্মা গান্ধীকে (খ) সর্দার বল্লভভাই প্যাটেলকে (গ) জওহরলাল নেহেরুকে (ঘ) সুভাষচন্দ্র বসুকে
  17. ১.১৭ ট্রেন টু পাকিস্তান (Train to Pakistan) গ্রন্থটি লিখেছিলেন — (ক) জওহরলাল নেহেরু (খ) ভি পি মেনন (গ) খুশবন্ত সিং (ঘ) সলমন রুশদি
  18. ১.১৮ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন — (ক) ফজল আলি (খ) কে এম পানিক্কর (গ) হৃদয়নাথ কুঞ্জরু (ঘ) বল্লভভাই প্যাটেল
  19. ১.১৯ ভারতের স্বাধীনতা আইন পাস হয় — (ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে (খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৮ জুলাই (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট (ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে
  20. ১.২০ গোয়া ভারতভুক্ত হয় — (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে
বিভাগ - 'খ'
২. প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও : (১ x ১৬ = ১৬) উপবিভাগ ২.১ : একটি বাক্যে উত্তর দাও
  1. ২.১.১ বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কী?
  2. ২.১.২ ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
  3. ২.১.৩ 'মাস্টারদা' নামে কে পরিচিত ছিলেন?
  4. ২.১.৪ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উপবিভাগ ২.২ : ঠিক বা ভুল নির্ণয় করো
  1. ২.২.১ ১৮৫৭ সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।
  2. ২.২.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল।
  3. ২.২.৩ মোপলা বিদ্রোহ একটি শ্রমিক আন্দোলন ছিল।
  4. ২.২.৪ প্রীতিলতা ওয়াদ্দেদার পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন।
উপবিভাগ ২.৩ : 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও
'ক' স্তম্ভ'খ' স্তম্ভ
২.৩.১ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়(ক) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
২.৩.২ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়(খ) বর্তমান ভারত
২.৩.৩ স্বামী বিবেকানন্দ(গ) এশিয়াটিক সোসাইটি
২.৩.৪ উইলিয়াম জোন্স(ঘ) বঙ্গদর্শন
উপবিভাগ ২.৪ : মানচিত্র চিহ্নিতকরণ

২.৪.১ চুয়াড় বিদ্রোহের এলাকা, ২.৪.২ মহাবিদ্রোহের কেন্দ্র — মিরাট, ২.৪.৩ দেশীয় রাজ্য — হায়দ্রাবাদ, ২.৪.৪ সাঁওতাল বিদ্রোহের এলাকা।

উপবিভাগ ২.৫ : বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো
  • ২.৫.১ বিবৃতি : রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন (১৮২৩ খ্রিঃ)।
    ব্যাখ্যা ১: সতীদাহ প্রথা বন্ধ করার জন্য।
    ব্যাখ্যা ২: ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ার আবেদন জানিয়ে।
    ব্যাখ্যা ৩: সংস্কৃত শিক্ষা বিস্তারের জন্য।
  • ২.৫.২ বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর 'গোরা' উপন্যাস লিখেছিলেন।
    ব্যাখ্যা ১: সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য।
    ব্যাখ্যা ২: ঔপনিবেশিক প্রশাসনকে সমর্থন করার জন্য।
    ব্যাখ্যা ৩: সিপাহি বিদ্রোহকে সমর্থন করার জন্য।
বিভাগ - 'গ'
৩. দুটি অথবা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনো ১১টি) (২ x ১১ = ২২)
  1. ৩.১ নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো?
  2. ৩.২ নিম্নবর্গের ইতিহাস চর্চা কাদের বলা হয়?
  3. ৩.৩ 'উডের ডেসপ্যাচ' কী?
  4. ৩.৪ তিন আইন কী?
  5. ৩.৫ দুদু মিয়াঁ স্মরণীয় কেন?
  6. ৩.৬ ফরাজী আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল?
  7. ৩.৭ 'ইলবার্ট বিল' বিতর্কের প্রধান কারণ কী ছিল?
  8. ৩.৮ হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
  9. ৩.৯ চার্লস উইলকিন্স স্মরণীয় কেন?
  10. ৩.১০ জাতীয় শিক্ষা পরিষদ (১৯০৬) কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
  11. ৩.১১ তেভাগা আন্দোলনের মূল দাবি কী ছিল?
  12. ৩.১২ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
  13. ৩.১৩ রশিদ আলি দিবস কেন পালিত হয়?
  14. ৩.১৪ অ্যান্টি-সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়?
  15. ৩.১৫ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝায়?
  16. ৩.১৬ নেহেরু-লিয়াকত চুক্তি (১৯৫০) কেন স্বাক্ষরিত হয়েছিল?
বিভাগ - 'ঘ'
৪. সাত বা আটটি বাক্যে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত: ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দাও : (৪ x ৬ = ২৪) উপবিভাগ — ঘ.১
  • ৪.১ নারীশিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।
  • ৪.২ স্বামী বিবেকানন্দের 'নব্য বেদান্ত' বা ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।
উপবিভাগ — ঘ.২
  • ৪.৩ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি 'সামন্ত শ্রেণির বিদ্রোহ' বলা যায়? যুক্তি দাও।
  • ৪.৪ জাতীয়তাবাদের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের 'ভারতলমাতা' চিত্রের অবদান লেখো।
উপবিভাগ — ঘ.৩
  • ৪.৫ ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ বিষয়ে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান লেখো।
  • ৪.৬ বিজ্ঞান চর্চায় 'বসু বিজ্ঞান মন্দির' (Bose Institute)-এর অবদান কী ছিল?
উপবিভাগ — ঘ.৪
  • ৪.৭ দলিত অধিকার বিষয়ে গান্ধী-আম্বেদকর বিতর্ক আলোচনা করো।
  • ৪.৮ জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়?
বিভাগ - 'ঙ'
৫. পনেরো-ষোলটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (৮ x ১ = ৮)
  1. ৫.১ উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে 'ব্রাহ্ম সমাজ'-এর ভূমিকা আলোচনা করো। এই আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল?
  2. ৫.২ নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এই বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল?
  3. ৫.৩ ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

Best Wishes from PKG English Study Centre

Comments