MADHYAMIK MOCK TEST PAPER
বিষয়: ভূগোল (Geography)
বিভাগ – ‘ক’ (MCQ)
১ x ১৪ = ১৪
১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
- যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে –
- পর্বতের গায়ে যে সীমারেখার উপরে বরফ গলে না তাকে বলে –
- বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন দেখা যায় –
- চিনুক (Chinook) বায়ু প্রবাহিত হয় –
- মরা কোটাল বা মরা জোয়ার সৃষ্টি হয় –
- একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো –
- ভারতের দক্ষিণতম বিন্দু হলো –
- ভারতের দীর্ঘতম বাঁধ হলো –
- গম হলো একটি –
- ভারতের ‘সিলিকন ভ্যালি’ বলা হয় –
- ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্রটি হলো –
- ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো –
- সার্ভে অফ ইন্ডিয়া (Survey of India)-র সদর দপ্তর অবস্থিত –
- উপগ্রহ চিত্রে বনভূমিকে দেখানো হয় যে রঙের সাহায্যে –
বিভাগ – ‘খ’ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
মোট নম্বর: ২২
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যেকোনো ৬টি): ১x৬=৬
- জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কাসকেড বলে।
- ওজোন গ্যাস সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে।
- ল্যাব্রাডর স্রোত একটি উষ্ণ সমুদ্রস্রোত।
- স্ক্রাবার যন্ত্রটি বায়ুদূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
- হিমালয় একটি প্রাচীন ভঙ্গিল পর্বত।
- ভারতের রূঢ় বলা হয় দুর্গাপুরকে।
- ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে নীল রঙের সাহায্যে নদী দেখানো হয়।
- নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ________।
- বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম ________।
- পৃথিবী ও চাঁদের দূরত্ব যখন সবথেকে কম হয়, তাকে ________ বলে।
- ________ কে ‘কমলালেবুর শহর’ বলা হয়।
- ভারতের দীর্ঘতম হিমবাহ হলো ________।
- পশ্চিমবঙ্গের প্রধান তথ্যপ্রযুক্তি তালুক হলো ________।
| বামদিক | ডানদিক |
|---|---|
| ২.৩.১ কালবৈশাখী | ক. কফি গবেষণা কেন্দ্র |
| ২.৩.২ চিকমাগালুর | খ. পশ্চিমবঙ্গ |
| ২.৩.৩ ইসরো (ISRO) | গ. শুল্কমুক্ত বন্দর |
| ২.৩.৪ কান্ডালা | ঘ. মহাকাশ গবেষণা সংস্থা |
- সাহারা মরুভূমিতে প্লায়া হ্রদগুলিকে কী বলে?
- বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে?
- বানডাকা কী?
- একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো।
- দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়?
- ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?
বিভাগ – ‘গ’ (সংক্ষিপ্ত প্রশ্ন)
২ x ৬ = ১২
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
- বার্গস্রুন্ড কী?
অথবা, ইনসেলবার্জ কাকে বলে? - চিনুক কী?
অথবা, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? - বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো?
অথবা, ই-বর্জ্য কী? - দুন (Dun) কী?
অথবা, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? - খারিফ শস্য বলতে কী বোঝো?
অথবা, সোনালী তন্তু কাকে বলে? - উপগ্রহ চিত্র (Satellite Imagery) কাকে বলে?
অথবা, দূর সংবেদন (Remote Sensing) কী?
বিভাগ – ‘ঘ’ (ব্যাখ্যামূলক প্রশ্ন)
৩ x ৪ = ১২
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
- নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে তিনটি পার্থক্য লেখো।
অথবা, রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো। - পরিবেশের ওপর প্লাস্টিক বর্জ্যের তিনটি প্রভাব আলোচনা করো।
অথবা, বর্জ্য ব্যবস্থাপনায় ৩R (Three R)-এর ভূমিকা কী? - ভারতের পূর্ববাহিনী নদীগুলিতে ব-দ্বীপ গড়ে উঠেছে কেন?
অথবা, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? - ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
অথবা, জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কী?
বিভাগ – ‘ঙ’ (দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন)
৫ x ৪ = ২০
৫.১ যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও (প্রাকৃতিক ভূগোল): ৫x২=১০
- বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো।
- পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো।
- উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো এবং ট্রপোস্ফিয়ার সম্পর্কে লেখো।
- জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো।
- ভারতের ধান অথবা ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো।
- পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবন বা উন্নতির কারণগুলি আলোচনা করো।
- ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো।
- ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো।
বিভাগ – ‘চ’ (মানচিত্রাঙ্কন)
১ x ১০ = ১০
৬. প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো:
- শিবালিক পর্বত
- কৃষ্ণা নদী
- ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল
- ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল
- একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল
- উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল
- ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র
- ভারতের হাইটেক সিটি (হায়দ্রাবাদ)
- পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয় (বিশাখাপত্তনম)
- ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র (দিল্লি)
Comments
Post a Comment