Madhyamik Geography Suggestion ,Geography Model Set 2026

Madhyamik Geography Mock Test 2026 (Bengali)

MADHYAMIK MOCK TEST PAPER

বিষয়: ভূগোল (Geography)
সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান: ৯০
বিভাগ – ‘ক’ (MCQ) ১ x ১৪ = ১৪
১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
  1. যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে – ক) আরোহন খ) অবরোহন গ) আবহবিকার ঘ) নগ্নীভবন
  2. পর্বতের গায়ে যে সীমারেখার উপরে বরফ গলে না তাকে বলে – ক) হিমশৈল খ) হিমরেখা গ) হিমবাহ ঘ) ফিয়র্ড
  3. বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন দেখা যায় – ক) স্ট্রাটোস্ফিয়ার খ) ট্রপোস্ফিয়ার গ) আয়নোস্ফিয়ার ঘ) মেসোস্ফিয়ার
  4. চিনুক (Chinook) বায়ু প্রবাহিত হয় – ক) রকি পার্বত্য অঞ্চলে খ) আল্পস পার্বত্য অঞ্চলে গ) আন্দিজ পার্বত্য অঞ্চলে ঘ) হিমালয় পার্বত্য অঞ্চলে
  5. মরা কোটাল বা মরা জোয়ার সৃষ্টি হয় – ক) পূর্ণিমা তিথিতে খ) অমাবস্যা তিথিতে গ) অষ্টমী তিথিতে ঘ) কোনোটিই নয়
  6. একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো – ক) সবজির খোসা খ) ইঞ্জেকশন সিরিঞ্জ গ) ছেঁড়া কাগজ ঘ) প্লাস্টিক বোতল
  7. ভারতের দক্ষিণতম বিন্দু হলো – ক) ইন্দিরা কল খ) কিবিথু গ) ইন্দিরা পয়েন্ট ঘ) গুহার মোটার
  8. ভারতের দীর্ঘতম বাঁধ হলো – ক) ভাকরা নাঙ্গাল খ) হিরাকুদ গ) মেত্তুর ঘ) সর্দার সরোবর
  9. গম হলো একটি – ক) খারিফ শস্য খ) রবি শস্য গ) জায়েদ শস্য ঘ) পানীয় ফসল
  10. ভারতের ‘সিলিকন ভ্যালি’ বলা হয় – ক) চেন্নাইকে খ) কলকাতাকে গ) বেঙ্গালুরুকে ঘ) দিল্লিকে
  11. ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্রটি হলো – ক) ভিলাই খ) বোকারো গ) দুর্গাপুর ঘ) জামশেদপুর
  12. ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো – ক) NH-2 খ) NH-44 গ) NH-6 ঘ) NH-7
  13. সার্ভে অফ ইন্ডিয়া (Survey of India)-র সদর দপ্তর অবস্থিত – ক) কলকাতায় খ) মুম্বাইতে গ) দেরাদুনে ঘ) দিল্লিতে
  14. উপগ্রহ চিত্রে বনভূমিকে দেখানো হয় যে রঙের সাহায্যে – ক) সবুজ খ) লাল গ) নীল ঘ) হলুদ
বিভাগ – ‘খ’ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন) মোট নম্বর: ২২
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যেকোনো ৬টি): ১x৬=৬
  1. জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কাসকেড বলে।
  2. ওজোন গ্যাস সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে।
  3. ল্যাব্রাডর স্রোত একটি উষ্ণ সমুদ্রস্রোত।
  4. স্ক্রাবার যন্ত্রটি বায়ুদূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
  5. হিমালয় একটি প্রাচীন ভঙ্গিল পর্বত।
  6. ভারতের রূঢ় বলা হয় দুর্গাপুরকে।
  7. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে নীল রঙের সাহায্যে নদী দেখানো হয়।
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যেকোনো ৬টি): ১x৬=৬
  1. নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ________।
  2. বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম ________।
  3. পৃথিবী ও চাঁদের দূরত্ব যখন সবথেকে কম হয়, তাকে ________ বলে।
  4. ________ কে ‘কমলালেবুর শহর’ বলা হয়।
  5. ভারতের দীর্ঘতম হিমবাহ হলো ________।
  6. পশ্চিমবঙ্গের প্রধান তথ্যপ্রযুক্তি তালুক হলো ________।
২.৩ বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো: ১x৪=৪
বামদিক ডানদিক
২.৩.১ কালবৈশাখী ক. কফি গবেষণা কেন্দ্র
২.৩.২ চিকমাগালুর খ. পশ্চিমবঙ্গ
২.৩.৩ ইসরো (ISRO) গ. শুল্কমুক্ত বন্দর
২.৩.৪ কান্ডালা ঘ. মহাকাশ গবেষণা সংস্থা
২.৪ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যেকোনো ৬টি): ১x৬=৬
  1. সাহারা মরুভূমিতে প্লায়া হ্রদগুলিকে কী বলে?
  2. বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে?
  3. বানডাকা কী?
  4. একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো।
  5. দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়?
  6. ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?
বিভাগ – ‘গ’ (সংক্ষিপ্ত প্রশ্ন) ২ x ৬ = ১২
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
  1. বার্গস্রুন্ড কী?
    অথবা, ইনসেলবার্জ কাকে বলে?
  2. চিনুক কী?
    অথবা, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?
  3. বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো?
    অথবা, ই-বর্জ্য কী?
  4. দুন (Dun) কী?
    অথবা, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে?
  5. খারিফ শস্য বলতে কী বোঝো?
    অথবা, সোনালী তন্তু কাকে বলে?
  6. উপগ্রহ চিত্র (Satellite Imagery) কাকে বলে?
    অথবা, দূর সংবেদন (Remote Sensing) কী?
বিভাগ – ‘ঘ’ (ব্যাখ্যামূলক প্রশ্ন) ৩ x ৪ = ১২
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
  1. নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে তিনটি পার্থক্য লেখো।
    অথবা, রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো।
  2. পরিবেশের ওপর প্লাস্টিক বর্জ্যের তিনটি প্রভাব আলোচনা করো।
    অথবা, বর্জ্য ব্যবস্থাপনায় ৩R (Three R)-এর ভূমিকা কী?
  3. ভারতের পূর্ববাহিনী নদীগুলিতে ব-দ্বীপ গড়ে উঠেছে কেন?
    অথবা, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন?
  4. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
    অথবা, জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কী?
বিভাগ – ‘ঙ’ (দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন) ৫ x ৪ = ২০
৫.১ যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও (প্রাকৃতিক ভূগোল): ৫x২=১০
  1. বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো।
  2. পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো।
  3. উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো এবং ট্রপোস্ফিয়ার সম্পর্কে লেখো।
  4. জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো।
৫.২ যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও (আঞ্চলিক ভূগোল): ৫x২=১০
  1. ভারতের ধান অথবা ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো।
  2. পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবন বা উন্নতির কারণগুলি আলোচনা করো।
  3. ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো।
  4. ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো।
বিভাগ – ‘চ’ (মানচিত্রাঙ্কন) ১ x ১০ = ১০
৬. প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো:
  1. শিবালিক পর্বত
  2. কৃষ্ণা নদী
  3. ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল
  4. ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল
  5. একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল
  6. উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল
  7. ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র
  8. ভারতের হাইটেক সিটি (হায়দ্রাবাদ)
  9. পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয় (বিশাখাপত্তনম)
  10. ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র (দিল্লি)

Comments