Classroom by Srijita Pal,ক্লাসরুম -সৃজিতা পাল


ক্লাসরুম 


-----সৃজিতা পাল

ঠিকানা – বনমালিপুর / দ্বারিকা / বিষ্ণুপুর


ক্লাসরুম মনে চার দেয়ালে বন্ধ 

তাতে লুকিয়ে আছে অনেক আনন্দ ।

এই বিষয়ে নেই কারোর দ্বন্দ 

এমনই এক রুম ,

হৈচৈ এ পাই না কোনো ঘুম 

শিক্ষকরা প্রতিদিন ~

লেখা চাই ,পড়া চাই ,হাতের কাজও চাই

শিক্ষক না এলে ভারী মজা পাই।

ভিতরে সবার একই বেশ 

বাইরে দেখা যায় নির্মল পরিবেশ।

কান থেকে ঘণ্টায় চোখ থাকে ঘড়িতে 

মাস্টার বসে আছেন যতক্ষণ টেবিলে ।

চক করে খচখচ, ঘড়ি করে টিকটিক 

ডাস্টার মুছে ফেলে চকের লেখাটি।

কপি করা রয়ে যায় খাতার পাতাতে 

সবুজ রঙ লেগে থাকে গাছের পাতাতে।




>>>আরও পড়ুন

Comments